একই দিনে আলিপুর, ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন তৃণমূলের নেতারা। পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং শেখ শাহাজাহানকে আলাদা আলাদা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।
নারদা মামলায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। এই মামলায় আরেক অভিযুক্ত মেয়র ফিরহাদ হাকিম কলকাতায় না থাকায় হাজিরা দেননি। বিচারক ইডির কাছে জানতে চেয়েছেন এই মামলায় বাকি অভিযুক্তদের তদন্ত কোন পর্যায়ে রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৮ অগাস্ট। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর কোর্টে হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সন্দেশখালিকাণ্ডে ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতে হাজিরা দিয়েছেন শেখ শাহজাহান সহ ৪ জন।