Thursday, May 23, 2024
Top Newsএকাধিকবার জোরালো ভূমিকম্প তাইওয়ানে

একাধিকবার জোরালো ভূমিকম্প তাইওয়ানে

জোরালো ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে তাইওয়ান। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা ছিল ৬.৩। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার বিকেল ৫টা ৮মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫। তারপর মঙ্গলবার সকাল পর্যন্ত বারবার ভূমিকম্প পরবর্তী কম্পনে কেঁপে উঠেছে তাইওয়ানের রাজধানী। রাত আড়াইটে নাগাদ আবার তীব্র কম্পন হয় সেখানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। ঠিক তার ছ’মিনিট পর আবার ভূমিকম্প হয় তাইপেইয়ে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। সোমবার বিকেল থেকে তাইওয়ানে যতবার ভূমিকম্প হয়েছে, তারমধ্যে সর্বোচ্চ ছিল এটি। কম্পনের উৎসস্থল তাইওয়ানের পূর্ব দিকে হুয়ালিয়েন এলাকায়। এখনও পর্যন্ত কম্পনের ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিশেষ কোনও ক্ষয়ক্ষতিও হয়নি বলে খবর।উল্লেখ্য, ৩ এপ্রিল তাইওয়ানের হুয়ালিয়েন এলাকায় ভূমিকম্প হওয়ায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

More News

ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ানে মৃত্যু বাড়ছে

0
তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। এখনও পর্যন্ত এই বিপর্যয়ে...

তাইওয়ানকে কঠোর শাস্তির হুঁশিয়ারি চিনের

0
চিনের হুঁশিয়ারিকে কার্যত অগ্রাহ্য করেই তাইওয়ানে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে প্রবল বেজিং-বিরোধী বলে পরিচিত...

চিনকে সামরিক মহড়া বন্ধের আর্জি তাইওয়ানের 

0
এবার চিনের কাছে সামরিক মহড়া বন্ধের আর্জি জানিয়েছে তাইওয়ান।রবিবার থেকে মোট ১০৩টি চিনা যুদ্ধবিমান তাইওয়ান...