Sunday, September 24, 2023
নদিয়াএখনই পঞ্চায়েত নির্বাচন নয় - মমতা

এখনই পঞ্চায়েত নির্বাচন নয় – মমতা

এখনই পঞ্চায়েত নির্বাচন নয়, তার আগে সবাইকে মিলে উন্নয়নে জোর দিতে বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে তিনি বলেছেন গায়ে জোরে নয়,  ভালবেসে উন্নয়ন করে মানুষের থেকে ভোট চাইতে হবে।
পঞ্চায়েত ভোটের আগে শীতকালজুড়ে যে ৩ মাস হাতে রয়েছে, যেটুকু উন্নয়নের কাজ বাকি রয়েছে এই সময়কালে তা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিরোধীদের আটকাতে দলের জনপ্রতিনিধিদের জনসংযোগে আরও জোর দিতে বলেছেন। প্রয়োজনে বাড়ি বাড়ি ঘুরে, চায়ের দোকানে বসে জনসংযোগ করতে বলেছেন। সরকারি প্রকল্প থেকে এখনও কারা বঞ্চিত রয়েছেন তাদের তালিকা তৈরি করতে বলেছেন। তিনি প্রবীন এবং নবীন প্রজন্মকে মিশিয়ে নতুন তৃণমূল তৈরি করার ঘোষণা করেছেন। সেক্ষেত্রে নবীনদের আরও বেশি করে সুযোগ দিতে বলেছেন।

More News

স্পেন-দুবাই সফর সফল – মুখ্যমন্ত্রী

0
১২ দিনের স্পেন-দুবাই সফর যে সফল। কলকাতায় ফিরে সেকথাই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাসও দিয়েছে...

বিদেশের মাটিতে প্রথম বাংলার রাজ্য সঙ্গীত

0
দুবাইয়ের মাটিতে প্রবাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতা অনুষ্ঠানে প্রথম হয়েছে রাজা সঙ্গীত। রাজা দিবস ও...

নিউটাউনে শপিং মল লুলু গ্রুপের, বার্তা মমতাকে 

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউটাউনে বিশ্বমানের শপিং মল খোলার আশ্বাস দিয়েছে দুবাইয়ের বহুজাতিক সংস্থা লুলু গ্রুপ। রাজ্যে বিনিয়োগ টানতে...