বেসরকারি বিএড, ডিএলএড ও টিচার্স ট্রেনিং কলেজকে এনওসি দিতে টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির চার্জশিটে এমনই বিস্ফোরক তথ্য রয়েছে। জানা গিয়েছে এনওসি দিতে কলেজ প্রতি ৬ থেকে ৮ লাখ টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য পেতেন ২ থেকে ৫ লাখ করে। এমনটাই দাবি ইডির। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে আরও দাবি করা হয়েছে তাপস মণ্ডলই প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন। পরে ফান্ডের মাধ্যমে টাকা পাঠানো হত মানিকের কাছে। মানিকের মাধ্যমে সেই টাকা আবার পৌঁছে যেত উপরমহলে। অফলাইন রেজিস্ট্রেশনের নামে ২০ কোটি ৭৩ লাখ টাকা নেওয়া হয়েছে বলে দাবি ইডির। মানিক ঘনিষ্ঠ সঞ্চিতা এবং হীরালাল ভট্টাচার্যর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়েছে অন্য অ্যাকাউন্টে। মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক এবং স্ত্রী শতরূপা ভট্টাচার্যর অ্যাকাউন্টেও টাকা জমা হয়েছিল।