পঞ্চায়েত ভোটের আগে ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের প্রথমেই পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা তাঁর। মূলত দিঘাকে কেন্দ্র করে তাঁর তিনদিনের সফর।
এপ্রিলের ৪ তারিখ গিয়ে ৬ তারিখ কলকাতায় ফেরার কথা তাঁর। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় যে মন্দির তৈরি হচ্ছে এই সফরে সেই মন্দিরের গর্ভগৃহ উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। ৪ এপ্রিল মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দিঘা যাবেন। হেলিপ্যাড ময়দানে বুথ কর্মীদের সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর ৫ তারিখ জনসংযোগ কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী নিজে ঘুরে দেখতে পারে দিঘা ও সংলগ্ন এলাকার ক্যাম্পগুলো। এরইমধ্যে মঙ্গলবার সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাম পঞ্চায়েতের ১২ হাজার কিলোমিটার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করবেন তিনি।