ক্রিপ্টো শিল্পে এফটিএক্স ধস নিয়ে কথা থামার আগেই মার্কিন আদালতে দেউলিয়া হওয়ার আবেদন করেছে নিউ জার্সিভিত্তিক ক্রিপ্টো ঋণদাতা ব্লকফাই।এরইমধ্যে এফটিএক্স ধসের বিষয়টি উল্লেখ করে নিজস্ব প্ল্যাটফর্মের বেশিরভাগ কার্যক্রম বন্ধ রেখেছে কোম্পানিটি।
ব্লকফাই বলেছে, প্ল্যাটফর্ম পুনর্গঠন, নিজস্ব ঋণের নিষ্পত্তি ও বিনিয়োগকারীর অর্থ পুনরুদ্ধারে নিরাপত্তার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে তারা।খবর অনুযায়ী, ক্রিপ্টোমুদ্রার দাম কমে যাওয়ায় এই বছরের শুরুতে এফটিএক্স-এর সঙ্গে একটি রেস্কিউ ডিল করেছিল ব্লকফাই।তবে,এই মাসের শুরুতে ধসের মুখে পড়ে এফটিএক্স নিজেই। এর ফলে, নিজস্ব ক্রিপ্টোমুদ্রা তুলে ফেলেন অনেক কারবারী।এ ছাড়া,ক্রিপ্টো কিং হিসেবে পরিচিত প্রাক্তন এফটিএক্স প্রধান স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের পদত্যাগের পাশাপাশি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে কোম্পানিটি।এই ধসের কারণে প্রশ্নের মুখে পড়েছে ক্রিপ্টো খাতের গ্রহনযোগ্যতা। এ ছাড়া, নিয়ন্ত্রকদের তদন্তের মুখেও পড়েছে তারা।এফটিএক্স পতনের ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে ব্যাখ্যা করেছে ক্রিপ্টো ঋণের পাশাপাশি অন্যান্য আর্থিক সেবা দেওয়া ব্লকফাই।আদালতের এক ফাইলিংয়ে, এক লাখেরও বেশি পাওনাদারের অর্থ পাওনা থাকার কথা জানিয়েছে কোম্পানিটি।এফটিএক্স-কে নিজেদের দ্বিতীয় বৃহত্তম পাওনাদার হিসেবে তালিকায় রেখেছে তারা, যেখানে এই বছরের শুরুতে ঋণের মেয়াদ বাড়ানোর পর তাদের বকেয়া সাড়ে ২৭ কোটি ডলার।