একের পর এক প্রাণ কাড়ছে ডেঙ্গি। শনিবার যাদবপুরে বছর ১৩-র কিশোরীর মৃত্যু যাচ্ছে ডেঙ্গিতে। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে দুপুরেই তাকে ভর্তি করা হয়েছিল এম আর বাঙুর হাসপাতালে। সেখানেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিশোরীর। এর আগে শুক্রবার ডেঙ্গিতে ৪ জনের মৃত্যুর খবর সামনে আসে। যাদের মধ্যে কলকাতায় ২ এবং পশ্চিম মেদিনীপুরে ২ জন ।
তথ্য বলছে ৭ দিনে নতুন করে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৩৫ হাজারেরও বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এরাজ্যে। বেসরকারি মতে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর জানা গেলেও সরকারি মতে সেই সংখ্যাটা মাত্র ৩। রাজ্যের ৩ জেলা নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তিন জেলায় মোট ৮টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এতকিছুর পরে রাজ্য সরকার কেন্দ্রকে ডেঙ্গি নিয়ে কোনও রিপোর্ট দেয়নি বলে দাবি সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের। কেন্দ্রীয় সংস্থার ওয়েবসাইটে উল্লেখ রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালেও রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গি সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছিল।