এসএসকেএম ইস্যুতে এবার পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। হাসপাতাল কর্তপক্ষ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকির প্রেক্ষিতে কার্যত দলকেই তোপ দেগেছেন মদন মিত্র।
সাফ জানিয়েছেন তিনি মুখ খুললে বই মেলায় বেস্ট সেলার হবে তাঁর বই। এমনকি বিদেশি ভাষাতেও। সঙ্গে চ্যালেঞ্জ তিনি পদত্যাগ করলে একমাসের মধ্যে ভোট করাতে হবে। কেন বলছেন বোঝাতে গিয়ে বলেছেন তিনি সাড়ে ৩০০ কেসের পর মুখপাত্র হওয়া কোনও নেতা নন। বা সোনালি গুহ, শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী, মুকুল রায় নন। হাসপাতাল চত্বরে ঘটা কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে মদন মিত্রকেই কার্যত হুঁশিয়ারি দিয়েছে এসএসকেএম কর্তপক্ষ। হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীও এই বিষয়ে তাঁদের পাশেই রয়েছে । তিনি বলেছেন শুক্রবার রাতে হাসপাতালে যা ঘটেছে তা অনভিপ্রেত। মণিময় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ইচ্ছাকৃতভাবে চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা ও গালিগালাজ করা হয়েছে । মুখ্যমন্ত্রীও এক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। এসএসকেএমের হুঁশিয়ারিতে না দমে মদন মিত্র বলেছেন আগে কেন দুর্ঘটনাগ্রস্ত রোগীকে না দেখে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে । কোথায় দুব্যর্বহার করা হয়েছে তাঁর সিসিটিভি দেখাতেও চ্যালেঞ্জ ছুড়েছেন মদন। অভিমানের সুরে বলেছেন সুপ্রিম কোর্ট শুনলেও দলনেত্রী তাঁর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করেন না।