নিজেদের ভূমিকা পালনে এসএসসি ব্যর্থ দাবি করে প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান পালন করেছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় বিক্ষোভস্থলের কাছে এসএসসির শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছিলেন চাকরিপ্রার্থীরা।
তাদের দাবি এসএসসি থাকলেও গত ৭ বছর ধরে তাঁদের বিভাগে কোনও নতুন নিয়োগ হয়নি। নিজেদের ভূমিকা পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। প্রতিবাদীদের মধ্যে একজন পুরোহিত সেজে স্যান্ডো গেঞ্জি ও গলায় গামছা ঝুলিয়ে চিরাচরিত শ্রাদ্ধানুষ্ঠানের বদলে তাঁদের বিভিন্ন কাগচের প্ল্যাকার্ড, পোস্টার ছিঁড়ে সেগুলো আগুনে দিয়ে পালন করা হয় এই প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান। প্রতিবাদী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন মৃত ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। কিন্তু এক্ষেত্রে ৭ বছর ধরে এসএসসি মৃত। সঙ্গে প্রত্যেক বছর সরকার যে নিয়োগের প্রতিশ্রুতি দেয়, তাও মৃত। তাই শ্রাদ্ধানুষ্ঠান করা হয়েছে। যাতে এসএসসি ও সরকারের কাছে বার্তা পৌঁছয় যে ১০ লাখ চাকরিপ্রার্থী বিএড পাশ করে বসে রয়েছে চাকরির প্রত্যাশায়। তারা যেন একবার অন্তত চাকরির সুযোগ পায়।