Monday, May 27, 2024
Top Newsএসবিআই-র তথ্য অসম্পূর্ণ, ক্ষুব্ধ কোর্ট  

এসবিআই-র তথ্য অসম্পূর্ণ, ক্ষুব্ধ কোর্ট  

অসম্পূর্ণ তথ্য জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।শুক্রবার শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়েছে, অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছে এসবিআই।
আদালত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্বাচনী বন্ড নিয়ে সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান, স্টেট ব্যাঙ্কের তরফে আদালতে কে উপস্থিত রয়েছেন। তারপরই তিনি বলেন, নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে আনেনি এসবিআই। এটা তাদের প্রকাশ করতে হবে।এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। ওই দিনই স্টেট ব্যাঙ্ককে এই ত্রুটির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে এলে রাজনৈতিক দল এবং অনুদানদাতাদের মধ্যে কী সম্পর্ক, তা বুঝতে সুবিধা হবে।সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। সেই বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশও করে দেওয়া হলেও সেখানে ছিল না বন্ডের নম্বর।

More News

চাকরি বাতিলের মধ্যে নিয়োগ চেয়ে পথে আপার প্রাইমারিও

0
কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকারা যখন দিশেহারা তখন চাকরির দাবিতে আবারও পথে আপার...

জ্ঞানবাপী চত্বরে আরতি-পুজো চলবে : কোর্ট  

0
বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে পুজো, আরতি চলবে। সোমবার অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আর্জি খারিজ করে...

শাহজাহানকে জেরা করতে চায় ইডি

0
সিবিআই হেফাজতে থাকা সন্দেশখালির শাহজাহান শেখকে এ বার জেরা করতে চাইছে ইডিও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...