হাইকোর্টের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে এবার অভিযানে নামল সিবিআই। মঙ্গলবার সকালে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় কোম্পানির অফিসে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা ।
ওএমআর দুর্নীতি খুঁজতে সিবিআইকে অলআউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নেওয়ার পাশাপাশি ৭ সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচাপতি রাজাশেখর মান্থা। এরপরেই দিল্লি থেকে এক সাইবার বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়। মঙ্গলবার তাঁকে নিয়ে জোরদার তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই অফিসাররা। এস বসু রায় কোম্পানিকেই প্রাথমিকের ওএমআর শিট তৈরির বরাত পেয়েছিল। পাশাপাশি মূল্যায়নের কাজ তারাই করত। এস বসু রায় কোম্পানির ২ আধিকারিককে আগেই গ্রেফতার হয়েছেন।