নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট তৈরি এবং মূল্যায়নকারী সংস্থার কর্তা কৌশিক মাজিকে জেরা করেছে সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন কৌশিক।
এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা এই কৌশিক মাজি। প্রাথমিকের ওএমআর শিট তৈরি করেছিল কালীঘাটের সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি। কীভাবে ওএমআর শিট তৈরি বরাত পেয়েছিল ওই সংস্থা তা জানতে চায় সিবিআই। কৌশিককে জেরা করে ওএমআর শিট তৈরির বরাত মেলার পিছনে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা তা জানতে চায় সিবিআই।