!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskকংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল, রাহুল-প্রিয়াঙ্কাকে আক্রমণে শাহ 

    কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল, রাহুল-প্রিয়াঙ্কাকে আক্রমণে শাহ 

    Published on

    সাম্প্রতিক খবর

    এই নির্বাচন ১২ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করা কংগ্রেস বনাম ৫ পয়সারও দুর্নীতির অভিযোগ না থাকা নরেন্দ্র মোদীর মধ্যে। রাজস্থানের ভিলওয়ারার জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    তিনি আরও বলেছেন একদিকে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে প্রতি তিনমাস অন্তর বিদেশে ছুটি কাটাতে যান। একইভাবে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীও দেশে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পরও থাইল্যান্ডে ছুটি কাটাতে যান। কারণ তাঁদের ভারতের গরম সহ্য হয় না। আর অন্যদিকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বিগত ২৩ বছর যাবৎ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন দীপাবলির ছুটি পর্যন্ত নেননি। এরপরই অমিত শাহ আরও বলেছেন একদিকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর লক্ষ্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানো। আর নরেন্দ্র মোদীর লক্ষ্য ভারতকে ২০৪৭-র মধ্যে সবদিক থেকে বিকশিত ভারতে পরিণত করা। তিনি আরও বলেছেন কংগ্রেস ৭০ বছর ধরে শুধুমাত্র গরিবি দূরীকরণের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮০ কোটি দরিদ্র মানুষকে তাঁদের জীবনের আলোর দিশা দেখিয়েছেন।
    Your ad here

    আরো খবর