কংগ্রেস দেশের ঐতিহ্যকে ঘৃণা করে। এভাবেই স্বর্ণদণ্ড সেঙ্গল নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নতুন সংসদ ভবনে স্থাপন করা হবে ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গল। এই প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছিল, সেঙ্গলের বিষয়ে কোনও প্রামাণ্য নথি নেই।
এরপরেই শুক্রবার অমিত শাহ বলেছেন, কংগ্রেস কেন ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ঘৃণা করে। তামিলনাড়ুর পবিত্র মঠের তরফে এই সেঙ্গল তুলে দেওয়া হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর হাতে।প্রায় একই সময়ে একটি টুইট করে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়ে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলিকে নিশানা করেছেন করেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তাঁর কথায়, পরিবারতান্ত্রিক রাজনৈতির দলগুলো গণতন্ত্রের পথে প্রধান অন্তরায়। বিজেপি সূত্রে খবর, তামিলনাড়ুর পবিত্র সাইভিট মঠ এই সেঙ্গলের কথা জানিয়েছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারীকে। প্রাচীন চোল সাম্রাজ্যের রীতি অনুসারে গোপালাচারীর অনুপস্থিতিতেই লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ১৪ অগস্ট এই স্মারক তুলে দেন জওহরলাল নেহরুর হাতে।