শুক্রবার মরশুমের শীতলতম দিন দেখেছে কলকাতাবাসী।তবে শনিবার শহরের তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকলেও ঠাণ্ডার দাপট কমেছে কিছুটা।
গত কদিন ধরেই হাড় কাঁপানো ঠান্ডা়র দাপট আর কনকনে উত্তুরে হাওয়ায় জুবুথুবু কলকাতা ও রাজ্যের বেশ কিছু জেলা।কিন্তু ঠাণ্ডার রেকর্ড ভেঙেছে শুক্রবারের তাপমাত্রা,১০.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল তাপমাত্রা।যদিও শনিবার শহরের তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে,যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।আবহাওয়া দফতর সূত্রে খবর দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসে,সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশেই থাকবে। আকাশ পরিষ্কারই থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তবে কলকাতা ও রাজ্যে ঠাণ্ডার কাঁপুনি ভাব কমছে না এখন ই।