Monday, September 25, 2023
Top Newsকয়লাকাণ্ডে ফের ইডির তলব লালাকে

কয়লাকাণ্ডে ফের ইডির তলব লালাকে

কয়লা পাচার কাণ্ডেফের কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে মূল চক্রী লালা ওরফে অনুপ মাজি। তাঁকে বুধবার দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে।

বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে অনুপ মাজিকে।উল্লেখ্য এর আগেও বহুবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি এড়িয়ে গিয়ে একবারই মাত্র লালা ওরফে অনুপ মাজি সিবিআইয়ের ডাকে হাজিরা দিয়েছিলেন। কলকাতার নিজাম প্যালেসে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন লালা। ইডি সূত্রে খবর, এবারও তিনি হাজিরা এড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সংস্থা। সেইমতো এখনই আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন লালা ওরফে অনুপ মাজি।আদতে পুরুলিয়ার বাসিন্দা এই অনুপ মাজি বিভিন্ন কয়লা খনি থেকে পাচারের ক্ষেত্রে যে অন্যতম বড় মাথা ছিলেন, তার বেশ কিছু প্রমাণ আগেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এসেছে বলে দাবি।তবে পাচারচক্র এবং মানিট্রেল অর্থাৎ ওই টাকা কোথায় কোথায় বণ্টন করা হতো, সেসব সম্পর্ক বিস্তারিত তথ্য হাতে পেতে লালাকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তাঁদের কাছে এই খবরও আছে যে লালা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির থেকে প্রোটেকশন মানি নিতেন।

More News

প্রাথমিক শিক্ষা পর্ষদে যাবে সিবিআই-ইডি?

0
নিয়োগ মামলার তদন্তে সিবিআই এবং ইডির আধিকারিকদের প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে গিয়ে তদন্ত করার নির্দেশ...

ইডি-সিবিআইকে গুরুত্ব দেন না অভিষেক

0
লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সম্পত্তির নথি তলব ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, স্বস্তি কোর্টে

0
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারলেও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। জানিয়ে দিয়েছে...