Sunday, June 4, 2023
Top Newsকর্ণের ছবির বঙ্গতনয়া আলিয়া

কর্ণের ছবির বঙ্গতনয়া আলিয়া

কর্ণ জোহরের জন্মদিনেই প্রকাশ্যে এসেছে পরিচালকের নতুন ছবি,রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রথম ঝলক। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। তাঁদের লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।তবে কলকাতা থেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।

এ যাবৎ নির্মাতাদের তরফে এই ছবি নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলা নিষেধ ছিল। বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছে, টোটা এবং চূর্ণী কি ছবিতে বাঙালি চরিত্রেই অভিনয় করেছেন? তাঁদের সম্পর্ক কী রকম? প্রযোজনা সংস্থার তরফে এই ছবিতে তাঁদের যে ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, তা দু’জনের চরিত্রের বিষয়ে ধোঁয়াশা কাটিয়েছে। রনধওয়া এবং চট্টোপাধ্যায়— এই দুই পরিবারের গল্প নিয়েই ছবি। সেখানে চট্টোপাধ্যায় পরিবারের চরিত্রদের মধ্যে দেখা যাচ্ছে আলিয়াকে। অভিনেত্রীর দু’পাশে বসে রয়েছেন টোটা এবং চূর্ণী।অর্থাৎ এই প্রথম কোনও বাঙালি চরিত্রে দর্শক দেখবেন আলিয়াকে। অনুমান করা যায় আলিয়ার অভিভাবকের চরিত্রেই রয়েছেন দুই বাঙালি শিল্পী। ফার্স্ট লুকে বাঙালি পাঞ্জাবিতে টোটা। অভিনেতা টোটা রায়চৌধুরী বলেছেন, সেট থেকে শুরু করে তাঁদের পোশাক পরিকল্পনা, প্রতিটা জিনিসের মধ্যেই কর্ণের ব্যক্তিগত ছোঁয়া রয়েছে। এতটাই খুঁতখুঁতে মানুষ কর্ণ জোহর। চূর্ণীর যে লুকটি প্রকাশ্যে এসেছে সেখানে অভিনেত্রীকে ফুল তোলা হলুদ ফুলিয়ার জামদানি শাড়িতে দেখা যাচ্ছে।নিজের লুক দেখে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ও উচ্ছ্বসিত। চূর্ণী বলেছেন,শুটিংয়ের সময় কলকাতা থেকে তাঁর ব্যক্তিগত রূপটানশিল্পী বা হেয়ার ড্রেসার নিয়ে যেতে পারেননি। কারণ প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, সবটাই ওরা করবেন।

More News

পুরুষদের টয়লেটে দীপিকা-আলিয়া

0
বলিউডে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের একটি দারুণ সম্পর্ক রয়েছে। দুই তারকা বরাবরই একে অপরের...

আলিয়ার মুকুটে নতুন পালক

0
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুকুটে নতুন পালক যোগ হয়েছে। প্রথম ভারতীয় হিসেবে ফ্যাশন সংস্থা,গুচ্চি’র অন্যতম...

লাখো মুক্তার পোশাকে আলিয়া 

0
বলিকন্যা আলিয়া ভাট,কল্প কথার রাজকন্যার বেশেই যেন হাজির।মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার...