বিপুল মাদক সহ ২ আন্তজার্তিক পাচারকারীর গ্রেফতারের দিনই কলকাতায় সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। বাতিল করা হচ্ছে হুক্কা বারের লাইসেন্সও।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহার হচ্ছে। এর ফলে মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। সে কারণেই এমন নির্দেশ দিতে বাধ্য হয়েছে পুরসভা। তিনি আরও বলেছেন রেস্তোরাঁতেও যে হুক্কা বার চলছে সেটা অত্যন্ত খারাপ। হুক্কায় যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ। একাধিক হুক্কাবারের বিরুদ্ধে অভিযোগ এসেছে হুক্কাতে মাদক মেশানো হচ্ছে। ফিরহাদ হাকিমের এও জানিয়েছেন আর কোনও হুক্কা বারের লাইসেন্স দেবে না পুরসভা। আর যাদের লাইসেন্স আছে তা বাতিল করে দেওয়া হবে। পুলিশকেও জানানো হবে যাতে দ্রুত হুক্কা বার বন্ধ করা যায়। এদিকে নদিয়ার চাকদা থেকে দুই আন্তর্জাতিক মাদকপাচারকারীকে গ্রেফতার করেছে শুল্ক দফতর। বিশ্বজিৎ বিশ্বাস ও কার্তিক দে নামে দুই মাদক পাচারকারীর কাছ থেকে ১২ কেজি মাদক এবং বাংলাদেশি সিম কার্ড উদ্ধার হয়েছে। জানা গিয়েছে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের ছক ছিল এঁদের।