রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝিরঝিরে বৃষ্টির পর শনিবার সকালেও কলকাতা-সহ সংলগ্ন এলাকার আকাশের মুখভার। সপ্তাহান্তে মরশুমের প্রথম রেনি ডে’র সাক্ষী শহরবাসী।
আগামী রবিবার দুর্যোগ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।যদিও আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম রয়েছে, ফলে আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আপাতত কলকাতা-সহ গোটা রাজ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দু-তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত রবি এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কমবে আগামী তিনদিনে। তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।