মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের দিনেই শহরে হাজির ইউনেস্কোর প্রতিনিধিরা। সকালেই দিল্লি অফিসের ডিরেক্টর এরিক ফল্ট সহ ইউনেস্কোর প্রতিনিধিরা শহরে পৌঁছন।
৩ দিন তাঁরা শহরের ২৪ টি বারোয়ারি পুজো পরিদর্শন করবেন। তার আগে টাউন হলে দুর্গাপুজো আর্ট প্রদর্শনীতে অংশ নেন। মূর্তি তৈরি থেকে হস্তশিল্প, ছৌনাচ থেকে বাউল গান, বাংলার শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ইউনেস্কোর প্রতিনিধিদের সামনে। এরপরে ইউনেস্কোর প্রতিনিধিরা শহরের বিভিন্ন পুজো ঘুরে দেখেছেন। খুঁটিয়ে দেখেছেন প্যান্ডেলের যাবতীয় কাজ থেকে প্রতিমার খুঁটিনাটি। এর আগে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি মেলায় ১লা সেপ্টেম্বর কলকাতায় শোভাযাত্রা করে ইউস্কোকে ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ইউনেসকোর কনভেনশন ফর কালচারাল হেরিটেজের সচিব টিম কার্টিসও কুমোরটুলি গিয়ে মৃৎশিল্পীদের স্টুডিও ঘুরে গিয়েছেন।