Thursday, May 23, 2024
Top Newsকলকাতা আবার ৪০ ছাড়াবে

কলকাতা আবার ৪০ ছাড়াবে

বুধবার থেকে তিন দিনে দক্ষিণের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।সেইসঙ্গে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সেইসঙ্গে শুধু দক্ষিণবঙ্গ নয়, পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পর তাও আর হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।বলা হচ্ছে দুদিনে দক্ষিণবঙ্গের বেশির ভাগ এলাকাতেই তাপমাত্রা সামান্য কমেছিল। যদিও উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। দিঘায় তীব্র তাপপ্রবাহ ছিল।মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলায় গরম থাকলেও তা অসহ্য হয়ে ওঠেনি। শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তি ছিল নিয়ন্ত্রণেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক-দু’দিনে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে। সঙ্গে ভোগান্তি বৃদ্ধি করবে তাপপ্রবাহ। ২৫ এপ্রিল, বৃহস্পতিবার থেকে ২৭ এপ্রিল, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের তীব্রতা থাকবে।শুক্রবার ও শনিবার বাড়বে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি তৈরি হবে।চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এই দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কলকাতা ও হাওড়া তাপপ্রবাহের থেকে মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

More News

বুধেই নিম্নচাপ পরিণত ঘূর্ণাবর্তে, ভারী বৃষ্টি-ঝড়  

0
বুধবারই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া...

সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণে 

0
সারা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। এমনকি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতিও রয়েছে বলে...

ভোটের উত্তাপে স্বস্তির বৃষ্টি

0
ভোটের উত্তাপের মধ্যে স্বস্তির বৃষ্টি রাজ্যে। সকাল থেকে গুমোট ভাব থাকলেও বেলা বাড়তেই আকাশ অন্ধকার...