রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকেও আকাশ মেঘলা কলকাতায়। সঙ্গে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে বৃহস্পতিবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। আজ অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিস্থিতির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বুধবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন এলাকায়। রাতভর ভারী বৃষ্টি হয়েছে ডায়মণ্ড হারবার ও কাকদ্বীপে। নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়়েছে। দুর্যোগের কারণে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। জনজীবন কার্যত বিপর্যস্ত। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।