রাজ্যজুড়ে স্বমেজাজে পালিত হচ্ছে দোল উৎসব। ছোট বড় নির্বিশেষে দোল উৎসবে মেতে উঠেছেন সকলে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালিত হচ্ছে।
এদিন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বেলুড়মঠে শুরু হয়েছে দোল উৎসব। বিভিন্ন মানুষের উপস্থিতিতে চলছে রঙের খেলা। পাশাপাশি বিদেশি ভক্তদের আগমনে দোল উৎসব মেতে উঠেছে বেলুড় মঠ। শুধুমাত্র বেলুড় মঠ নয়, রাজুর বিভিন্ন এলাকায় সকাল থেকেই শোভাযাত্রার মাধ্যমে দোল উৎসব চলছে। বিভিন্ন রংয়ের আবির খেলায় মেতেছেন খুদেরাও।দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুর…বসন্ত জাগ্রত দ্বারে৷ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়।