Sunday, March 26, 2023
Top Newsকলসেন্টারে ৪ কোটি উদ্ধারে আবারও হানা

কলসেন্টারে ৪ কোটি উদ্ধারে আবারও হানা

নিউটাউনের কলসেন্টারে প্রায় ৪ কোটি টাকা উদ্ধারকাণ্ডে আবারও অভিযানে পুলিশ। সল্টলেকের একটি ভাড় বাড়িতে সৌরভ এবং গৌরব সোনিকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় বিধাননগর পূর্ব থানার পুলিশ।
এর আগে ৮ মার্চ বিধাননগর কমিশনারেটের একটি দল নিউটাউনের সঙ্কল্প হাউজিংয়ে দুটি ফ্ল্যাটের কল সেন্টারে হানা দেয়। তারপর তল্লাশি চালাতেই সেখান থেকে প্রায় ৪ কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া কম্পিউটার, ইলেকট্রনিক্স সামগ্রীও উদ্ধার হয়েছে সেখান থেকে। এই কল সেন্টারের মাধ্যমে টেক সাপোর্টের নামে বিদেশিদের প্রতারণা করা হত। এছাড়া ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন চলত বলে দাবি পুলিশের। তল্লাশি চালিয়ে বেশকিছু বিদেশি অ্যাকাউন্ট মিলেছে। এদিকে নারায়ণপুর থানা এলাকার পূর্ব বেড়াবেড়িতে ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জন তরুণী। নারায়ণপুর এবং বিধাননগর কমিশনারেট যৌথ অভিযান চালায় ওই কল সেন্টারে। উদ্ধার হয়েছে বেশকিছু ইলেকট্রনিক্স গেজেট। জানা গিয়েছে ওই কলসেন্টার থেকে মানুষকে ফোন করে ফাইভ জি মোবাইল টাওয়ার বসানোর নাম করে টাকা হাতিয়ে নেওয়া হত।

More News

ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার একাধিক  

0
শহরে ফের বিধাননগর কমিশনারেট এলাকায় ভুয়ো কল সেন্টারের হদিশ। নারায়ণপুর থানা এলাকার পূর্ব বেড়াবেড়িতে ভুয়ো কল...

কর্পোরেট কায়দায় লোক ঠকানোর পর্দাফাঁস, গ্রেফতার ১১

0
ঝাঁ চকচকে অফিস খুলে কর্পোরেট কায়দায় লোক ঠকানোর অভিযোগে সল্টলেক থেকে ১১ জনকে গ্রেফতার করেছে...

নিউটাউনের বাজারে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণেও  

0
শনিবার ভোররাতে নিউটাউনের শাপুরজি মোড়ে সুখবৃষ্টি আবাসনের বাইরে অস্থায়ী ১৫ থেকে ১৬ টি দোকানে ভয়াবহ...