!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskকাটা গেল কান, পুড়ল বাড়ি, কঙ্কাল রেখে হুমকি বিজেপিকে

    কাটা গেল কান, পুড়ল বাড়ি, কঙ্কাল রেখে হুমকি বিজেপিকে

    Published on

    সাম্প্রতিক খবর

    কাটা গেল কান, পুড়ল বাড়ি, বাড়ির সামনে নকল কঙ্কাল রেখে হুমকি। ভোটের আবহে পূর্ব মেদিনীপুর, বোলপুরে আক্রান্ত বিজেপি।
    জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ইসলামপুরে গ্রামের বাসিন্দা সুব্রত এবং তাঁর ভাই শুভঙ্কর বাগ তৃণমূল ছেড়ে কদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরিবারের অভিযোগ তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পুরনো দলে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ। স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ভাইয়ে পথ আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাগ ও তাঁর দলবল। দুই ভাইকে মারধর করে ছুরি দিয়ে সুব্রত-র কান কেটে দেয় বলে অভিযোগ। সুব্রত-র ভাই শুভঙ্করেরও হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে বোলপুরে পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী শম্ভু বারুইয়ের বাড়ির রান্নাঘরে আগুন লাগানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ওই ওয়ার্ডেই আরেক বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে প্লাস্টিকের কঙ্কাল ঝুলিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। দুটি ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপির। এদিকে খুলির ওপরে বসা এক ব্যক্তির পোস্টার ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে ব্যারাকপুরে। পোস্টারে যে ব্যক্তি কঙ্কালের ওপর বসে, তাঁর নাম দেওয়া হয়েছে পল্টু সিং। লেখা হয়েছে খুনিকে ভয় নয়।
    Your ad here

    আরো খবর