আগামী সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জি২০ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে জম্মু ও কাশ্মীরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে বা নিরাপত্তা লঙ্ঘন না হয় তা নিশ্চিত করতে সতর্ক কেন্দ্র। একাধিক জায়গায় দফায় দফায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনা বাহিনী।
পাশাপাশি ২৭০ কিলোমিটার জম্মু ও কাশ্মীর জাতীয় সড়কে নিরাপত্তা খতিয়ে দেখেছে নিরাপত্তা বাহিনী।জম্মুর সেনার হোয়াইট নাইট কর্পস-র তরফে টুইটারে বলা হয়েছে , ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার জন্য পরীক্ষা নিরীক্ষা করছে।কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী যাতে অশান্ত পরিস্থিতি তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে উপত্যকায়, বিশেষত দক্ষিণ কাশ্মীরে তল্লাশি চালাচ্ছে এনআইএ।