Monday, September 25, 2023
Top Newsকাশ্মীরে সিআরপিএফের গাড়িতে হামলা, জওয়ানের দেহ 

কাশ্মীরে সিআরপিএফের গাড়িতে হামলা, জওয়ানের দেহ 

এবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সিআরপিএফ জওয়ানদের গাড়ির উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। তবে গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনা সেনা-জওয়ানদের কাছে যথেষ্ট বিপজ্জনক।
পুলিশ জানিয়েছে, রাতে শ্রীনগরের খানিয়ার এলাকায় সিআরপিএফের চলন্ত গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। সেনা গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা। জওয়ানরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে, অনন্তনাগ জেলায় এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ নিখোঁজ জওয়ানের দেহ মিলেছে।বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর সঙ্গে আরও এক দেহ মিলেছে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।গভীর জঙ্গলে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা জানতে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হচ্ছে বলে সেনা আধিকারিক জানিয়েছিলেন। সংলগ্ন এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

More News

অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সরার বার্তা ভারতের 

0
অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক...

কাশ্মীরে গ্রেফতার পুলিশ আধিকারিক

0
জম্মু-কাশ্মীরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে কাজ করা এক ব্যক্তিকে পালাতে সাহায্য করার অভিযোগে উচ্চপদস্থ পুলিশ...

৩৭০ ধারা থেকে কাশ্মীরকে মুক্তি দেওয়া হয়েছে : মোদী 

0
সংসদে সকলের প্রচেষ্টায় অনুচ্ছেদ ৩৭০ থেকে জম্মু-কাশ্মীরকে মুক্তি দেওয়া হয়েছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...