এবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সিআরপিএফ জওয়ানদের গাড়ির উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। তবে গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনা সেনা-জওয়ানদের কাছে যথেষ্ট বিপজ্জনক।
পুলিশ জানিয়েছে, রাতে শ্রীনগরের খানিয়ার এলাকায় সিআরপিএফের চলন্ত গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। সেনা গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা। জওয়ানরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে, অনন্তনাগ জেলায় এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ নিখোঁজ জওয়ানের দেহ মিলেছে।বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর সঙ্গে আরও এক দেহ মিলেছে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।গভীর জঙ্গলে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা জানতে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হচ্ছে বলে সেনা আধিকারিক জানিয়েছিলেন। সংলগ্ন এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে।