কুন্তল ঘোষেরাই তৃণমূলের অ্যাসেট। এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে দিলীপ ঘোষ বলেছেন, কুন্তল ঘোষেরাই তৃণমূল দলের অ্যাসেট।
এদের হ্যান্ডলার বলে। সবার সঙ্গে কুন্তল ঘোষের ছবি আছে। এখন অনেকেই চিনতে চাইছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বিনয় মিশ্র আর বাঁদিকে কুন্তল ঘোষ থাকে কেন। তিনি বলছেন সত। অসৎ প্রমাণে ফাঁসি দিয়ে দাও। যদি সেরকম ঘটনা ঘটে, হয়তো একদিন সেই ছবিও দেখা যাবে। অন্যদিকে দিদির দূত প্রসঙ্গে তিনি বলছেন, তৃণমূল ভেবেছিল চোখ দেখিয়ে আঙ্গুল দেখিয়ে যেরকম চলছে, সেরকমই চলবে। সেটা হচ্ছে না। মানুষের কথা শুনতে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের তরফে দিদির সুরক্ষাকবচ ও দিদির দূত কর্মসূচি শুরু করেছে।