নিযোগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের মুখে রহস্যময়ীর নাম। আদালত থেকে বেরনোর সময় হুগলির তৃণমূল যুবনেতার মুখে শোনা গিয়েছে ওই রহস্যময়ীর কথা।
কুন্তল দাবি করেছেন সব টাকা রয়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। তবে হৈমন্তীর কাছে নিয়োগ দুর্নীতির সব টাকা হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি কুন্তল। এর আগে ইডি দফতরে গিযে নথি জমা দিয়েছিলেলন গোপাল। সেই নথিতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ ছিল। যাতে আরমান গঙ্গোপাধ্যায়ের নমিনি হিসেবে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ ছিল। তবে হৈমন্তী এবং গোপাল ওরফে আরমানের নাম করা ছাড়া বিস্তারিত কিছু বলতে চাননি কুন্তল। এর আগে একাধিকবার গোপাল দলপতির বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা সহ নানা অভিযোগ করেছিলেন কুন্তল।