কুয়েতে অগ্নিকাণ্ডে ৪০ ভারতীয়ের মৃত্যুর ঘটনা নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধনকে অবিলম্বে কুয়েত পৌঁছনোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার কুয়েতের এক বহুতলে বিধ্বংসী আগুনে ৪৯ জন মারা গিয়েছেন, যার মধ্যে ৪০ জনই ভারতীয় বলে জানা গিয়েছে। দক্ষিণ কুয়েতের এই বহুতলে মূলত পরিযায়ী শ্রমিকরাই বসবাস করেন। জানা গিয়েছে, বহুতলে আগুন লাগে রান্নাঘর থেকে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কুয়েত শহরে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক। যারা প্রিয়জনকে হারালেন তাদের প্রতি সমবেদনা। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কঠিন এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস তৎপরতার সঙ্গে কাজ করছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, আগুনে হতাহতদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে ভারতীয় দূতাবাস। শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের কোনও পরিযায়ী শ্রমিক যদি দুর্ঘটনার কবলে পড়েন তবে যথাযথ সাহায্যের জন্য বলা হয়েছে।