সিআরআইয়ের চিঠিতে ভুলভ্রান্তি থাকায় পঞ্চম দিনেও অবরোধ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাত।
আন্দোলনকারীদের দাবি মেনে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন রাজ্য। কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা সিআরআই ওই চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে। শুক্রবার ওই চিঠির প্রতিলিপি আন্দোলনকারীদের পাঠানো হয়। যদিও সেই চিঠিতে ভুলভ্রান্ত থাকায় এখনই আন্দোলনে থামছে না বলে জানানো হয়েছে। তবে ভুল শুধরে পরবর্তীতে আবার চিঠি দেওয়া হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে কুড়মি আন্দোলনের আঁচ আছড়ে পড়েছে হাওড়া ব্রিজেও। শুক্রবার সকালে ব্রিজজুড়ে হলুদ পতাকা আর আদিবাসী মানুষের ভিড়ে থমকে যায় যানবাহন। অফিস টাইমে অসহ্য গরমের মধ্যেই হয়রান হতে হয়েছে মানুষকে। এরমধ্যে কুড়মিদের রেল ও সড়ক অবরোধ ৪ দিনে পড়েছে। তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে অবরোধ চলেছে দিনভর।