কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ নিধি যোজনায় ২০ হাজার কোটি বরাদ্দের পরপরই এবার রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবহাওয়ার খামখেয়ালির জন্য ক্ষতিগ্রস্ত কৃষক এবং বর্গাদারদের জন্য ২৯৩ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া শুরু করেছে রাজ্য সরকার।
ব্যাঙ্কের মাধ্যমে প্রত্যেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে পাবেন। রবিশস্যের মরশুমে আবহাওয়ার খামখেয়ালির কারণে ক্ষতির মুখে পড়া কৃষকদের সহায়তা করা হবে। বিনামূল্যে শস্যবিমার সুবিধে পাবেন কৃষকরা। মুখ্যমন্ত্রীর পোস্টে শেষে জানানো হয়েছে ২০১৯-এ চালু হওয়ার পর বাংলা শস্য বিমা প্রকল্পে ১ কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে ৩ হাজার কোটিরও বেশি টাকা সহায়তা করা হয়েছিল।