Wednesday, February 21, 2024
প্রযুক্তিকৃষ্ণগহ্বরের তারা গিলে খাওয়ার ছবি

কৃষ্ণগহ্বরের তারা গিলে খাওয়ার ছবি

কিছু সংখ্যক নক্ষত্র বিশাল সুপারনোভায় বিস্ফোরিত হলেও বেশিরভাগ নক্ষত্র শীতল হওয়ার আগে নিজের সকল উপাদান ত্যাগ করে ছোট একটি কোর-এ সংকুচিত হয়ে নিজের জীবনাবসান ঘটায়। তবে, ক্ষুধার্থ কৃষ্ণগহ্বরের নক্ষত্র গিলে খাওয়ার দৃশ্য মহাবিশ্বে খুবই বিরল।

কোনো ছায়াপথে এই ধরনের ঘটনা প্রতি এক লাখ বছরে অল্প কয়েকবার ঘটে। সম্প্রতি এমনই এক ঘটনা ধরা পড়েছে হাবল স্পেস টেলিস্কোপে। এটি ২০২২ডিএসবি নামে ডাকা এই ঘটনায় গবেষকরা পৃথিবী থেকে প্রায় ৩০ কোটি আলোকবর্ষ দূরের এক কৃষ্ণগহ্বরে একটি নক্ষত্রের জীবনের কিছু মুহূর্ত পর্যবেক্ষণ করে দেখেছেন, নক্ষত্র গ্রাস করে এটি আলোর বিস্ফোরণ ঘটাচ্ছে।কোনো কৃষ্ণগহ্বরের প্রভাবে নক্ষত্রের টুকরো টুকরো হয়ে যাওয়ার ঘটনা,টাইডাল ডিসরাপশন ইভেন্ট নামে পরিচিত।আর এটি ঘটে থাকে কোনো বিশালাকৃতির কৃষ্ণগহ্বরের মহাকর্ষ শক্তির কারণে। এইসব বিশালাকৃতির কৃষ্ণগহ্বর ছায়াপথের কেন্দ্রে লুকিয়ে থাকে।আর বেশি কাছাকাছি থাকা কোনো নক্ষত্র থেকে এগুলো বিভিন্ন গ্যাসের স্তর নিজের দিকে টেনে আনতে পারে। নক্ষত্র পুরোপুরি টুকরা টুকরা হওয়ার পর এর অবশিষ্টাংশ চলে যায় কৃষ্ণগহ্বরের চারপাশে থাকা ,অ্যাক্রিশন ডিস্ক নামে পরিচিত এক গোলাকৃতির বলয়ে। আর এই জায়গা থেকেই কৃষ্ণগহ্বর তা গিলে ফেলে।

More News