রাজ্যে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চেয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শুক্রবার নিজেই সেকথা জানিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রচলিত ৩ বছরের বদলে ৪ বছরের ডিগ্রি কোর্স এবং অন্যান্য বিষয়গুলো রাজ্যের কলেজে কার্যকরী করা হবে কিনা এবিষযে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষানীতি স্কুল পর্যায়ে কার্যকরী করা হবে কিনা সেবিষয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ নেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে উপাচার্যদের শোকজ করা আইন মেনে হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ রাজ্যপাল এককভাবে সবটা করতে চাইছেন। মঙ্গলবার রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার এব্যাপারে ব্রাত্য বসু বলেছেন অনেকবার রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন, কিন্তু রাজ্যপাল এককভাবে সবটা করতে চাইছেন। শিক্ষামন্ত্রীর পাল্টা প্রশ্ন রাজভবনকে না জানিয়ে উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলে কি হত। রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় গুলোর কাছ থেকে তিনি সাপ্তাহিক কাজের হিসেব চেয়েছিলেন। তা না পাওয়ায় শোকজ করা হয় বিশ্ববিদ্যালয়গুলোকে।