বিজেপি নেতার মায়ের খুনের ঘটনার মধ্যেই কেশপুরের বিজেপি নেতা তথা হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারি তন্ময় ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।
তন্ময় ঘোষ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। খবর পেয়ে থানায় গিয়েছেন হিরণ। তাঁর অভিযোগ ঘাটালের ভোটের আগে এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলীয় কর্মীদের মনোবল ভেঙে দিতেই এই গ্রেফতারি বলে অভিযোগ করেছেন হিরণ। এর আগে মঙ্গলবার গভীর রাতে তন্ময়ের মেদিনীপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। সেদিন রাতে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।