মদ্যপের গুলিতে ২ ব্যবসায়ীর জখম হওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের বাবুরহাটে। আহত ২ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও শুটআউটের ঘটনার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বাবুরহাট বাজারে দোকান বন্ধ করে গল্প করছিলেন মনোতোষ শীল এবং কমল কর্মকার নামে ২ ব্যবসায়ী। অভিযোগ সেই সময় আচমকাই তাদের গালিগালাজ করতে থাকে সম্রাট আচার্য নামে এক যুবক। এরপরেই পিস্তল বার করে গুলি চালিয়ে দেয়। তবে দুজনেরই পায়ে গুলি লাগে। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেই পালিয়ে গেলেও রাতেই গ্রেফতার করা হয়েছে সম্রাট ও তার দুই সঙ্গীকে। তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।