প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গা। সূত্রের খবর, রুটিন পরীক্ষার সময়ই জানা যায় ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা কোভিড পজিটিভ।
আপাতত তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে অজয় বাঙ্গার বৈঠক বাতিল করা হয়েছে।অতীতে মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্ব সামলানো, পদ্মশ্রী সম্মানে ভূষিত অজয় বঙ্গাকে ফেব্রুয়ারিতে বিশ্ব ব্যাঙ্কের পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘদিনের ঐতিহ্য মেনেই বিশ্ব ব্যাঙ্কের শীর্ষ পদাধিকারী নির্বাচন করে আমেরিকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম-এর মতো অলাভজনক সংস্থার সদস্য অজয় বঙ্গা বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট মনোনীত হওয়া আগে জেনারেল আটলান্টিক-এর শেয়ার লেনদেন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।