পাণ্ডবেশ্বর এর বাঙ্কোলা খনির তলায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু’কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।এরপরই খনির নিচে নেমে নিজে তদারকি করেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর এর বাঙ্কোলা খনির ৮ নম্বর পিটে মঙ্গলবার দুপুরে খনির নিচে এসডিএল বাকেট মেশিনে কাজ করার সময় কর্মরত অবস্থায় মেশিনের তলায় চাপা পড়ে বছর চুয়ান্নর সুরেশ গোপ নামের এক কর্মীর। অভিযোগ, দীর্ঘ সময় ব্যাহত হয়ে গেলেও মৃতদেহ খনির নিচে রয়েছে। এছাড়া ওই জায়গায় একজন শ্রমিকের এই কাজটি করার কথা নয়, সেখানে কিভাবে সুরেশ গোপ একা কাজ করছিলেন? প্রশ্ন তুলে উত্তেজনা ছড়ায় খনি এলাকায়। শ্রমিকের পরিবারের তরফে ক্ষতিপূরণ সহ কাজের দাবিতে বিক্ষোভ শুরু করে।