সাতসকালে সরাসরি জঙ্গল ছেড়ে স্থানীয় এলাকায় বেশ কিছু সবজির জমি তছনছ করে এরপর দুলকি চালে হাঁটতে হাঁটতে গড়বেতার মাঝ রাস্তায় আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ল হাতি। আতঙ্কে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরুদ্ধ হয়ে পড়ে বাঁকুড়ার বিক্রমপুর গড়বেতা রাস্তা। অগ্যতা মঙ্গলবার সকালে প্রায় চল্লিশ মিনিট ধরে বাঁকুড়ার বিক্রমপুর থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা যাওয়ার রাস্তায় স্তব্ধ থাকল গাড়ির চাকা। কখনও রাস্তার মাঝখানে, কখনও আবার রাস্তার দু’পাশ ধরে পায়চারি। অবশেষে রাস্তা অবরোধ করে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর আবার জঙ্গলে ফিরে যায় হাতিটি। হাঁফ ছেড়ে বাঁচেন চালকরা। ফের ওই রাস্তায় যান চলাচল শুরু হয়।