গণেশ চতুর্থীতে দেশজুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। নিম্নচাপের বৃষ্টির মধ্যেই গণপতির আরাধনা থেকে বাদ পড়েনি শহর কলকাতাও।
গণেশ চতুর্থীতে এবছর বিশেষ চমক। ৫১ কেজির বিশালাকার লাড্ডু বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কুদঘাটের বাসিন্দা শম্ভু মোহান্তি। গণেশ পুজোতে প্রসাদ হিসেবে গণেশের প্রধান মিষ্টি ভোগ হিসাবে লাড্ডু দেওয়া হয়। তাই এবার ৫১ কেজি ওজনের লাড্ডু ভোগ দিয়ে গণেশের আরাধনা করবে তারা।একটা লাড্ডু রাখার জন্য একটা স্ট্যান্ড তৈরি করা হল।