গাজায় কোনও গণহত্যা চলছে না। আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ সংক্রান্ত কৌঁসুলি করিম খান দাবি উড়িয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত আট মাস ধরে গাজায় একাধিক যুদ্ধপরাধ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ সংক্রান্ত কৌঁসুলি করিম খান। এই প্রেক্ষিতে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই মুহূর্তে গাজায় যা হচ্ছে সেটা গণহত্যা নয়।আমেরিকা এই দাবি প্রত্যাখ্যান করছে।৭ অক্টোবর হামাসের হামলায় রক্তাক্ত হয়েছে ইজরায়েল। প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ মানুষ। পণবন্দি করা হয় দুশোর উপর মানুষকে। তাই আমেরিকা ইজরায়েলের পাশে রয়েছে। আমেরিকা চায় নেতা ইয়াহিয়া সিনওয়ার-সহ পুরো হামাসকে শেষ করে দিক ইজরায়েল। আমেরিকাও হামাসের পরাজয় চায়। তবে গাজায় যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন জো বাইডেন।