গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও যাত্রী পরিষেবা শুরু হবে ৩১ মে থেকে।
রেল সূত্রে খবর, দার্জিলিং কিংবা ডুয়ার্সে ঘুরতে গেলে, এখন পর্যটকদের প্রথম পছন্দ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসই। রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বাদে সপ্তাহ সবদিনই চলবে গুয়াহাটি-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রাপথে আপাতত ৬ স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। স্রেফ এনজেপি নয়, তালিকায় রয়েছেএ রাজ্যের আরও ২ স্টেশন। নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার।ঘড়িতে তখন ৫টা বেজে ৩২ মিনিট। এদিন বিকেলে নিউ কোচবিহার স্টেশনে এসে পৌঁছয় গুয়াহাটি-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনে যাত্রী ছিলেন কোচবিহারের সাংসদ, স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। বন্দে ভারতে চেপে গুয়াহাটি থেকে কোচবিহারে ফেরেন তিনি।এদিন নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, আলিপুরদুয়ার ডি আর এম, কালচিনি বিধায়ক, মাদারিহাট বিধায়ক-সহ বিশিষ্টজনেরা।