কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে। এই ঘটনায় ইতিমধ্যেই কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তাঁর গাড়ি চালক উত্তম গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্করপিও গাড়িটিও আটক করা হয়েছে। কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজ চলছে। যে অভিযুক্ত গাড়িতে করে গিয়ে তারা গুলি চালিয়েছিল সেই গাড়িটাও বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার সময় এই হামলার শিকার হয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। আপাতত স্থিতিশীল তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু দে কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি। দলীয় কাজ সেরে ফিরছিলেন তিনি, সেই সময় কালো রঙের একটি স্করপিও গাড়িতে এসে একদল দুষ্কৃতী তাঁর উপরে গুলি চালায়।
গ্রাম থেকে শহর
News & Much More