গুলি চালানোর নির্দেশ দিলেই কেউ খারাপ মানুষ হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মানুষ যিনি শিরদাঁড়া বিক্রি করেননি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সজ্জন মানুষ বলে সম্বোধন করে এমনই মন্তব্য করেছেন মদন মিত্র। দ্রুত আরোগ্য কামনা করে মদন মিত্র বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য-র রাজনৈতিক জীবনে তাঁরা বারবার হ্যাকেল্ড হয়েছেন ঠিকই। তবে তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে দেখে এখনকার রাজনৈতিক ব্যক্তিত্ব শেখা উচিত। তিনিও বুদ্ধদেব ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব বলেই মনে করেন। বুদ্ধদেব ভট্টাচার্য-র দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এরইমধ্যে বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পাশাপাশি তিনি জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজখবর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।