কর্নাটকের পর এবার রাজস্থানে বিবাদ মেটাতে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও সচিন পাইলটকে দিল্লিতে তলব করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কংগ্রেস নেতা সচিন পাইলট দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। কয়েক দিন আগে নিজের দলের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সচিন পাইলট। মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে তিনি পনেরো দিন সময় দিয়েছেন তিনি। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে শুক্রবার দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রাজস্থানের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সূত্রের খবর, কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে সচিন পাইলটকে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ পদে কাজ করার প্রস্তাব দেওয়া হতে পারে। তবে সচিন পাইলট তা মেনে নেবেন, এমন সম্ভাবনা অবশ্য কম।