ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে বিবাদ ধুন্ধুমার পরিস্থিতির রূপ নেয় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। বৃহস্পতিবার দুপুরে সরস্বতীপুজোয় ব্যারাকপুরের জাফরপুরে ঘুড়ি ওড়ানো নিয়ে দুই পক্ষের বিবাদ বাধে।
অভিযোগ এরপর মত্ত অবস্থায় একদল বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয়ে বাইক-স্কুটিতে। অভিযোগ মারধর করা হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদেরও। এরপরেই টিটাগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।