ক্ষমতায় আসার ১৮ মাসের মধ্যে চতুর্থবার আস্থা ভোটে জয়ী হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। নেপালের সংসদে আস্থা ভোট অনুষ্ঠিত হয়েছিল।
ভোটে জিতে দেশের জোট সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। কমিউনিস্ট পার্টি অব নেপাল হল হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের তৃতীয় বৃহত্তম দল। এই দলের নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড ১৫৭টি ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, আস্থা ভোটে জয়ী হতে সরকারকে কমপক্ষে ১৩৮টি ভোটের প্রয়োজন ছিল। তবে তার থেকে বেশি ভোট পাওয়ায় স্বাভাবিকভাবেই জয়ী হন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। তবে ভোটদান থেকে বিরত ছিল প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস। পরে সংসদের স্পিকার দেবরাজ ঘিমিরে ঘোষণা করেন, পুষ্প কমল দহল প্রচণ্ড সংসদের আস্থা ভোটে জয়ী হয়েছেন।এর আগে ১৩ মার্চ মাসে নেপালি কংগ্রেস ছেড়ে নেপালের কমিউনিস্ট পার্টি-এর সঙ্গে নতুন জোট গঠনের কয়েকদিন পরে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড তৃতীয়বার আস্থা ভোটে জিতেছিলেন।তারও আগে গত বছর পুষ্প কমল দহল একইভাবে আস্থা ভোটের সম্মুখীন হয়েছিলেন। সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান বিরোধী দলের প্রার্থীকে সমর্থন করার বিষয়ে মতপার্থক্যের কারণে পুষ্প কমল দহল নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল।