চন্দ্রবাবু-নীতীশের পা ধরতে হচ্ছে, খোঁচা মমতার

0
147
nitiser paa dhorte hochhe mamata
nitiser paa dhorte hochhe mamata

বিশ্বাস করেন নীতীশ কুমার, কিংবা চন্দ্রবাবু নাইডু জোট ইন্ডিয়াকে ভাঙবেন না। সারা দেশে জোট ইন্ডিয়া এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলতেই সরকার গঠনে দুই পক্ষই তোড়জোড় শুরু করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সমস্ত ইন্ডিয়ার সঙ্গীদের সমর্থন জানাচ্ছেন। নিজে জানিয়েছেন তিনি অখিলেশ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অবস্থায় ক্ষমতা ধরে রাখতে এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা নীতীশ কুমার, টিডিপি-র পা ধরতে হচ্ছে বলে খোঁচা দিয়েছে। সেই প্রসঙ্গেই তৃণমূল নেত্রী বলেছেন তিনি মনে করেন এরা জোট ইন্ডিয়াকে ভাঙতে পারবে না।