এবার দক্ষিণেশ্বর থেকে রুবি যাওয়া যাবে মেট্রোয়। চলতি মাসেই শুরু হচ্ছে নিউ-গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। এ বিষয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে সবুজসংকেত মিলেছে। খুব তাড়াতাড়ি জানা যাবে উদ্বোধনের দিনক্ষণ।
জানুয়ারিতে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিদর্শন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলে সেফটি কমিশনার শুভময় মিত্র। আট ঘণ্টা ধরে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। অবশেষে মিলেছে চূড়ান্ত ছাড়পত্র। চলতি বছরেই হাওড়া-ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হবে বলে জানিয়েছেন, মেট্রো রেলের জেনারেল অরুন অরোরা। রুবি-নিউ গড়িয়া মেট্রো পরিষেবার হাত ধরে এই প্রথম কলকাতা মেট্রোয় ‘ইন্টিগ্রেটড টিকেটিং সিস্টেম’ চালু হবে।