Wednesday, February 21, 2024
Top Newsচাঁদের মাটিতে অশোকস্তম্ভ ও ইসরোর প্রতীক

চাঁদের মাটিতে অশোকস্তম্ভ ও ইসরোর প্রতীক

চাঁদের মাটিতে অশোকস্তম্ভ ও ইসরোর প্রতীক এঁকে দেবে চন্দ্রযানের রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে শুধু বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান আর মাটি-পাথর সংগ্রহ নয় , এবার ভারতের উপস্থিতি প্রমাণ করবে রোভার প্রজ্ঞানে পাঠানো অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীকের ছাপ।

ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ২৩ বা ২৪ অগস্টের মধ্যে চাঁদের মাটিতে নামতে পারে চন্দ্রযান-৩-এর সৌরচালিত ল্যান্ডার বিক্রম। সেখান থেকে সৌরচালিত রোভার প্রজ্ঞান বেরিয়ে  চাঁদের মাটি ছোঁবে। চাঁদের মাটির চরিত্র, বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। পাশাপাশি, যে অঞ্চল দিয়ে প্রজ্ঞান চলাচল করবে সেখানকার চাঁদের জমিতে অশোকস্তম্ভ এবং ইসরোর প্রতীক আঁকা হবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উত্ক্ষেপণ হয়েছে চন্দ্রযান-৩-এর। যদি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার বিক্রম সফল ভাবে চাঁদের মাটি ছুঁতে পারে এবং তার পরে রোভার প্রজ্ঞানকে সঠিক ভাবে অবতরণ করাতে পারে, তবে ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাস নতুন মাত্রা পাবে।  আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে তালিকায় ঠাঁই পাবে ভারত।

More News

প্রজ্ঞান নিয়ে ইসরো

0
চাঁদে সফল অবতরণের পর সঠিকভাবে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছে ভারতের পাঠানো চন্দ্রযান-৩ এর ল্যান্ডার...

যাদবপুরে ছাত্র মৃত্যুতে অবশেষে পকসো মামলা

0
যাদবপুরে ছাত্র মৃত্যুতে অবশেষে পকসো আইনে মামলা করেছে পুলিশ। র‌্যাগিংকাণ্ডে ধৃত ১২ জনের বিরুদ্ধেই পকসো...

ফের সফট ল্যান্ডিং ল্যান্ডার বিক্রমের – ইসরো

0
চাঁদের মাটিতে ফের সফট ল্যান্ড করেছে ল্যান্ডার বিক্রম। এমনই এক আপডেট দিয়েছে ইসরো। এই পরীক্ষাকে...